Breaking News
Loading...
Saturday, August 14, 2010

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যবনিকা মুহূর্তে তার জন্ম হওয়ায় প্রথমে নাম রাখা হয় ‘শান্তি’। পরে পুতুল। দিনাজপুরের ছায়া সুনিবিড় শান্ত সবুজ মুদিপাড়ায় কাটে খালেদা খানম পুতুলের শৈশব-কৈশোর। তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী গ্রামের মজুমদার বাড়ি। স্থায়ী ঠিকানা দিনাজপুরের মুদিপাড়া। পিতা এস্কান্দার মজুমদার ছিলেন ব্যবসায়ী। মা বেগম তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দনবাড়ির মেয়ে। বেগম খালেদা জিয়া ১৯৬০ সালে দিনাজপুর গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন। পিতা-মাতার তৃতীয় সন্তান খালেদা জিয়া ঐ বছর আগস্টে বগুড়ার গাবতলীর সেনা

কর্মকর্তা জিয়াউর রহমান কমলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্র তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকো। স্বামী তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসাবে তার রাজনীতিতে পদার্পণ ঘটে। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৯১ সাল থেকে তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

1 comments:

  1. বেডি আবার মেট্রিক পাশ করলো কুন্দিন? চাপা মারেন ক্যা?

    ReplyDelete