স্যার এডমুন্ড পারসিভাল হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী। তিনিই প্রথম প্রথম এভারেস্ট শিখর আরোহী। যিনি তেনজিং নরগের সাথে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন।
এডমুন্ড পারসিভাল হিলারি(Edmund Percival Hillary) জন্মগ্রহন করেন ১৯১৯ সালের ২০ জুলাই। তিনি ১৯৫৩ সালের ৬ জুন নাইট(Knight Commander of the Order of the British Empire) উপাধীতে ভূষিত হন। এছাড়াও তিনি KG, ONZ পুরোস্কার লাভ করেন ও নিউজিল্যান্ড সরকার তার সম্মানে ৫ ডলারের মুদ্রায় তার ছবির প্রচলন করেন।
এডমুন্ড ১৯৫৩ সালের ৩ সেপ্টেম্বর লুইস মেরী রোজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হণ, তাদের তিন সন্তান যথাক্রমে পিটার (১৯৫৪), সারাহ (১৯৫৫), বেলিন্ডা (১৯৫৯-১৯৭৫)। ১৯৭৫ সালে হিলারি যখন নেপালে একটি হাসপাতাল তৈরীর কাজে ব্যস্ত ছিলেন তখন রোজ ও বেলিন্ডা কাঠমুন্ডুর কাছে বিমান দূর্ঘটনায় মারা যান। হিলারী ২১ ডিসেম্বর ১৯৯৮ তার ঘনিষ্ট বিধবা বন্ধু পিটার মূলগ্রিউ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
পারসিভাল ২০০৮ সালের ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডের সিটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
এডমুন্ড পারসিভাল হিলারি
Info Post
0 comments:
Post a Comment