Breaking News
Loading...
Friday, February 12, 2010


বিশ্বখ্যাত ইংরেজ ঔপন্যাসিক চার্লস্ ডিকেন্স ১৮১২ সালের ৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের পোর্টস্ মউখে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জন ডিকেন্স। তিনি নৌবিভাগে সামান্য কেরানীর কাজ করতেন। কিন্তু তার গভীরভাবে বই পড়ার অভ্যাস ডিকেন্স উত্তরাধিকার সূত্রে লাভ করেন। লেখাপড়া অসমাপ্ত রেখে পনের বছর বয়সে তিনি এক ফার্মে অফিস বয় হিসেবে চাকরি নেন। ক্রমে কেরানীর পদে উন্নীত হন। বাড়িতে বাবার কাছে এ সময় সর্টহ্যান্ডের পাঠ নিতেন। এরই ফলে কয়েক মাস পরে পেলেন কোর্ট রিপোর্টারের পদ। স্বপ্ন দেখতেন পার্লামেন্ট রিপোর্টারের পদের। একদিন তা-ই হলেন। আদালতে থাকাকালে বিচিত্র মানুষের সঙ্গে তার যোগাযোগ তার সাহিত্য জীবনের উপকরণ জুগিয়েছিল।
প্রথম ‘মর্নিং ক্রনিকল’ ওপরে ‘ওল্ড মান্থলি’ ম্যাগাজিন-এ লেখকগোষ্ঠীর অন্তর্ভুক্ত হন। ১৯৩৬ সালে ক্যাথেরিন হগার্থকে বিয়ে করেন। এ বছরই সূচনা হলো তার উপন্যাসের। এ বছর লিখলে উপন্যাস ‘পিকুইক’ ক্লাব’, এর জন্য ছবি আঁকলেন প্রখ্যাত চিত্রশিল্পী রবার্ট সিমুর, লেখা অবশ্য ডিকেসের। এ চিত্র উপন্যাস তাকে জনপ্রিয় ঔপন্যাসিকে পরিণত করে। এরপর তিরিশ বছর একাধারে লিখে চাললো। তার বিখ্যাত উপন্যাস হলো- অলিভার টুইস্ট, হার্ড টাইমস্, এটেল অফ টু সিটিস, দি গ্রেট এক্সপেকটেশনস্, ডেভিড কলার ফিল্ড প্রভৃতি।
১৮৭০ সালে মস্তিষ্কজনিত অসুখে তার মৃত্যু হয়। সমাজের কুশ্রীতা, কদর্যতা, নিচতার বিরুদ্ধে তিনি নির্মল কষাখাত এনেছেন।

0 comments:

Post a Comment