Breaking News
Loading...
Monday, August 30, 2010

জন্ম : ১৮৫৭
জন্মস্থান : আগলা, নবাবগঞ্জ, ঢাকা
মৃত্যু : ২১ জুলাই, ১৯৫১
মৃত্যুস্থান : ঢাকা।
কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি। তাকে মহাকবিও বলা হয়। তিনি বাংলার অপর দুই মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন। তবে নবীনচন্দ্রই ছিলেন তার প্রধান আদর্শ।
কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আলী কোরেশী। তিনি ছিলেন ঢাকা জেলা জজ কোর্টের একজন আইনজীবী শাহামাতুল্লাহ আলী কোরেশীর পুত্র।
তিনি ঢাকাতে পোগজ স্কুল এবং সেন্ট গ্রেগরী স্কুলে অধ্যয়ন করেন। তারপর তিনি ঢাকা মাদ্রাসাতে ভর্তি হন। সেখানে তিনি প্রবেশিকা পরীক্ষার পূর্ব পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। তবে শেষ পর্যন্ত প্রবেশিকা পরীক্ষায় অংশ নেননি। পরে তিনি পোস্টমাস্টারের চাকরি নিয়ে নিজ গ্রামে ফিরে যান। সেখানে তিনি অবসর গ্রহণের আগ পর্যন্ত কাজ করেছেন।
অল্প বয়সেই তার কাব্য প্রতিভার স্ফূরণ ঘটে। মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম কাব্য বিরহবিলাপ (১৮৭০) প্রকাশিত হয়।
কুসুম কানন (১৮৭৩), অশ্রুমালা (১৮৯৫), মহাশ্মশান (১৯০৪), ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা। মহাশ্মশান হচ্ছে তার মহাকাব্য। এটি তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত। এটাকে তার শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচনা করা হয়।
১৯৩২ সালে, তিনি কলকাতাতে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের প্রধান অধিবেশনে সভাপতিত্ব করেন।

0 comments:

Post a Comment