হলিউডের 'ওয়েস্টার্ন হিরো' খ্যাত ক্লিন্ট ইস্টউড রাজনীতিতে আসেন জেদের বশে। কঠিন স্বভাবের এই ব্যক্তিটি ১৯৮৬ সালে ক্যালিফোর্নিয়ার মেয়র নির্বাচিত হন ৭২% ভোট পেয়ে। এর আগে ওই শহরে একটা বাড়ি বানাতে স্থানীয় সরকারের অনুমতি আদায়ে ব্যর্থ হন, আর এজন্যই নাকি তার রাজনীতিতে আসা। তার উল্লেখযোগ্য ছবি হলো_ 'লেটার্স ফ্রম লো জিমা', 'মিলিয়ন ডলার বেবি'।
তিনি জন্মগ্রহন করেন ১৯৩০ সনের ৩১ মে।
ক্লিন্ট ইস্টউড
Info Post
0 comments:
Post a Comment