Breaking News
Loading...
Sunday, October 10, 2010

মঈনুল হোসেন চৌধুরী’র জন্ম ১৯৪৩ সালের ৫ জুলাই। সেনাবাহিনী থেকে ১৯৯৯ সালের ৫ সেপ্টেম্বর অবসর নেন তিনি।

২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের শিল্প, ডাক-টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মঈনুল হেসেন।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মঈনুল হোসেন চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

একজন সামরিক কর্মকর্তা হিসেবে মঈনুল হোসেন যেমন সফল ছিলেন তেমনি কূটনৈতিক মিশনেও তিনি সফলতার সাক্ষর রাখেন।

সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় তাকে প্রেষণে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় মেজর মঈনুল জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঝাঁপিয়ে পড়েন সম্মুখ সমরে।

স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীরবিক্রম’ খেতাবে ভূষিত করেন।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে এলে ঢাকা বিমান বন্দরে তার ‘গার্ড অব অনারে’ নেতৃত্ব দেন মঈনুল।

১০অক্টোবর ২০১০রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

0 comments:

Post a Comment