Breaking News
Loading...
Friday, December 3, 2010

আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা হলেন ইমন ডি ভ্যালেরা। ভ্যালেরা কিন্তু জন্মসূত্রে একজন মার্কিন। ১৮৮২ সালের ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জুয়ান ভিভিয়ন ডি ভ্যালেরা, মায়ের নাম ক্যাথেরিন ফল। ভ্যালেরার বাবার মৃত্যুর পর তার মা বিপাকে পড়েন। এ সময় তার চাচা ভ্যালেরাকে আয়ারল্যান্ডে নিয়ে আসেন। মা দ্বিতীয় বিয়ে করায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন পরিবেশে বড় হন তিনি। ১৯২৬ সালে ইমন ডি ভ্যালেরা ফিয়ানা ফেল নামের একটি জঙ্গি রাজনৈতিক সংগঠন গঠন করেন। বৈপ্লবিক তৎপরতার মাধ্যমে আয়ারল্যান্ডের স্বাধীনতা লাভ ছিল এই দলের লক্ষ্য। ইমন ডি ভ্যালেরার নেতৃত্বেই স্বাধীন হয় আয়ারল্যান্ড। স্বাধীন আয়ারল্যান্ডের সংবিধান প্রণেতা ছিলেন তিনি। ১৯৭৫ সালের ২৯ আগস্ট ডাবলিনে তার মৃত্যু হয়। অবসান হয় সাড়ে ৫ দশকেরও বেশি সময়ের এক রাজনৈতিক জীবনের।

গ্রন্থনা : তাহ্মীদুল ইসলাম।

0 comments:

Post a Comment