Breaking News
Loading...
Thursday, November 17, 2011

বিখ্যাত ফরাসি ভাস্কর অগুস্ত রদ্যাঁ ১৯১৭ সালের ১৭ নভেম্বর ফ্রান্সের মকুকোনে মৃত্যুবরণ করেন। তার কাজ উনিশ শতকের শেষ ভাগে শিল্পজগতে ব্যাপক প্রভাব ফেলে।
বোজ আর্ট ধারার যুগপত্ অনুগামী ও বিরোধী এ ভাস্কর জটিল মানবমূর্তি নির্মাণে অদ্বিতীয় নৈপুণ্য দেখান যা তাকে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ভাস্কর্য নির্মাণ ধারা থেকে স্বতন্ত্র উচ্চতায় নিয়ে যায়।
রদ্যাঁর জন্ম ১৮৪০ সালের ১২ নভেম্বর প্যারিসে একটি শ্রমজীবী পরিবারে। কোনো প্রতিষ্ঠিত আর্ট স্কুলে পড়াশোনা না করলেও তিনি ছিলেন স্বশিক্ষিত। ১০ বছর বয়সেই তিনি আঁকাআঁকিতে ঝোঁকেন।
১৮৬৪ সালে তরুণী বয়ন শিল্পী রোজ বিউরেটের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তার সঙ্গেই জীবনের বাকি দিনগুলো কাটান। তাদের ঘরে এক পুত্রসন্তান জন্ম নেয়। এ বছরই তার প্রথম ভাস্কর্য প্রদর্শনীতে ঠাঁই পায়। উনিশ শতকে শুধু পোট্রেটের কমিশন হিসেবেই তার বার্ষিক আয় হতো ২ লাখ ফ্রাঁ। পরে যারা তার অনুসারী হয়েছিলেন তাদের মধ্যে অস্কার ওয়াইল্ড অন্যতম।

ইমরান রহমান

0 comments:

Post a Comment