Breaking News
Loading...
Wednesday, April 18, 2012

ইংরেজ কবি ও নাট্যকার টমাস মিডল্টন ১৫৮০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জ্যাকবীয় ধারার নাট্যকার। এই ধারার নাট্যকার হিসেবে তার নাম জন ফ্লেচার এবং বেন জনসনের সঙ্গে উচ্চারিত হয়। পুনর্জাগরণকালীন নাট্যকারদের মধ্যে যারা হর্ষ ও বিষাদ উভয় ক্ষেত্রে সমান পারদর্শী, তিনি তাদের অন্যতম। তার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি। মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। বাবার মৃত্যুর পর তার মায়ের পুনর্বিয়ে হয়। ১৫৯৮ খ্রিস্টাব্দে মিডলটন অক্সফোর্ডের কুইনস কলেজে ভর্তি হন। তবে তিনি স্নাতক সম্পন্ন করেননি। তার প্রাথমিক নাট্যজীবন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। তবে এলিজাবেথান ধারার নাট্যকার ডেকারের সঙ্গে তার সখ্য তাকে বেন জনসন এবং জর্জ চ্যাপম্যানের প্রতিদ্বন্দ্বীতে পরিণত করে। ১৬০৩ সালে মিডলটন বিয়ে করেন। এ সময় প্লেগের প্রাদুর্ভাবে লন্ডনের থিয়েটারগুলো বন্ধ হয়ে যায় এবং রাজা ১ম জেমস সিংহাসনে আরোহণ করেন। এসব ঘটনাবলির প্রেক্ষাপটে মিডলটন নাট্যকার হিসেবে সোনালি সময় অতিক্রম করেন। ১৬২৭ খ্রিস্টাব্দে তিনি পরলোকগমন করেন।


ইমরান রহমান

0 comments:

Post a Comment