Breaking News
Loading...
Wednesday, May 9, 2012

হাওয়ার্ড কার্টার লন্ডনে ১৮৭৪ সালের আজকের এ দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মাত্র ১৭ বছর বয়সে প্রাচীন মিসরীয় সমাধিক্ষেত্র অনুসন্ধানের কাজে মিসর যান। ১৮৯৯ সালে ইজিপশিয়ান অ্যান্টিকুইটিস সার্ভিসের (ইএএস) প্রধান পরিদর্শক পদে উন্নীত হন কার্টার। ১৯০৭ সালে লর্ড কার্নারভন এই সমাধিক্ষেত্র থেকে নতুন কিছু আবিষ্কারের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। অবশেষে ১৯২২ সালের নভেম্বর মাসে সাফল্যের খোজ পান কার্টার। প্রায় তিন হাজার বছর আড়ালে থাকা বিখ্যাত ফারাও সম্রাট তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন তিনি। তুতেনখামেনের সমাধিক্ষেত্র আবিষ্কারের মাত্র সাত বছর পরে ১৯৩৯ সালে ৬৪ বছর বয়সে মারা যান কার্টার।

0 comments:

Post a Comment