ডেভিড কপারফিল্ডের দাদা ছিলেন একজন শৌখিন জাদুশিল্পী। তিনি কপারফিল্ডের আগ্রহ দেখে তাকে জাদুবিদ্যায় হাতেখড়ি দেন। ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া ডেভিড কপারফিল্ড তার দাদার সহযোগিতায় ৮-১০ বছর বয়সেই ছোটখাটো জাদু প্রদর্শনী শুরু করেন। সোসাইটি অব আমেরিকান ম্যাজিশিয়ামে কনিষ্ঠতম এ সদস্য ১৬ বছর বয়সে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ম্যাজিক শেখানোর দায়িত্ব নেন।
ডেভিড কপারফিল্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদু প্রদর্শনী ছিল ১৯৮৩ সালে নিউইয়র্কে হাজার হাজার দর্শক এবং আন্তর্জাতিক টিভি দর্শকের সামনে 'স্ট্যাচু অব লিবার্টি' অদৃশ্য করে ফেলা। এ সময় একটি হেলিকপ্টার সর্বক্ষণ স্ট্যাচুর ওপর পাহারা দেয় সেটি অদৃশ্য হয়ে কোথায় যায় তা জানার জন্য। কয়েকটি অটোক্যামেরাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলায় ব্যস্ত ছিল। কিন্তু তাও সম্ভব হয়নি এর রহস্য জানা।
১৯৮৫ সালে কপারফিল্ড চীনের প্রাচীর ভেদ করে চলে গিয়েছিলেন একপাশ থেকে অন্যপাশে।
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.