দ্যা থ্রি স্টুজেস বা তিন চাল্লির কথা কি কারো মনে আছে। তাদের মধ্যে ল্যরি ফাইনের জীবনী নিম্নরূপ।
ল্যরি ফাইন পেনসেল্ভিয়ায় ফিলিদিলফাইয়ায়র (Philadelphia, Pennsylvania, ) একটি জুয়িস পরিবারের জন্মগ্রহন করেন। তার বাবা জোসেফ (যে কিনা রাশিয়ান জুয়িশ ) এবং মা ফেনি তাদের নিজের জুয়েলারি এবং ঘড়ি মেরামত এর দোকানে কাজ করতেন । ছোটবেলায় ল্যরির বাহুতে তার বাবার ভুলের কারনে এসিড পরে পুড়ে যায় । এর পর ল্যরি মিউজিশানে আসক্ত হয়ে যান যার উদাহরন সুরূপ তিনি কমিডিয়ান এবং অভিনেতার পাশাপাশি একজন মিউজিশায়ন হিসেবে ও পরিচিতি লাভ করেন । ল্যরি ১৯২৫ সালে Vaudeville এ ভায়োলিন বাজাতেন তখন পরিচয় হয় মউ এবং টেড এর সাথে এবং সেই হিসেবেই মনে হয় উনি থ্রি স্টুজেস এ অভিনয়ের সুযোগ পেয়ে যান।
ল্যরি রিয়েল লাইফে বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করতেন । ল্যরি ১৯২৬ সালে বিয়ে করেন মাভেল হেনরিকে কিন্তু সুখের সংসার বেশিদিন টেকেনি । ১৯৬৭ সালের মে মাসের ৩০ তারিখে ল্যরির স্ত্রী মাভেল হার্ট এটাকে মারা যান । তার স্ত্রীর মারা যাওয়ার ৬ মাসের মধ্যেই তাদের একমাত্র সন্তান জন মাত্র ২৪ বছর বয়সেই একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়।
ল্যরি ফাইন ৭২ বছর বয়সে ১৯৭৫ সালের, জানুয়ারির ২৪ তারিখে স্ত্রীর মতন স্ট্রোকে মারা যান।
লিখেছেনঃ জেমস্বন্ড
ল্যরি ফাইন
Info Post
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.