জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার। তিনি ১৯৩৫ সালের ১৯ আগস্ট তৎকালীন ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত এই চলচ্চিত্রকারের সিনেমাজগতে পদার্পণ ঘটে ১৯৫৭ সালে 'জাগো হুয়া সাবেরা' ছবিতে সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে। ১৯৬০ সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন 'কখনো আসেনি' চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৬৪ সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র 'সঙ্গম' (উর্দু ভাষায়) নির্মাণ করেন। ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী হওয়ায় তার প্রভাব দেখতে পাওয়া যায় তাঁর বিখ্যাত চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া'তে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন। কলকাতায় তাঁর নির্মিত চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া'র বেশ কয়েকটি প্রদর্শনী হয় এবং চলচ্চিত্রটি দেখে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা এবং ঋতি্বক ঘটক প্রমুখ ভূয়সী প্রশংসা করেন। সে সময়ে নিজে অভাবে থাকা সত্ত্বেও চলচ্চিত্র প্রদর্শনী হতে প্রাপ্ত সমুদয় অর্থ তিনি মুক্তিযোদ্ধা তহবিলে দান করেন। জহির রায়হানের উল্লেখযোগ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র হলো_সঙ্গম, বাহানা, আনোয়ারা, জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, এ স্টেট ইজ বর্ন, লেট দেয়ার বি লাইট (অসমাপ্ত) জহির রায়হান একজন সার্থক ঔপন্যাসিক ছিলেন। তাঁর রচিত শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কত দিন_উপন্যাসগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। জহির রায়হান ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
জহির রায়হান
Info Post
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.