Breaking News
Loading...
Tuesday, August 28, 2012

মহীয়সী নারী কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে।
জন্মেছিলেন এমন এক সময়ে, যখন মেয়েদের সময় কাটাতে হতো গৃহকোণে। ঘরের রান্না-বান্না আর সন্তান-সন্ততি লালন-পালন করাই ছিল নারীদের কাজ। সে সময় বেশির ভাগ নারীর মতোই সুফিয়া কামাল কোনো স্কুল বা কলেজে পড়তে যেতে পারেননি। মায়ের কাছেই বাংলা পড়তে শেখেন। তাঁকে মাত্র ১২ বছর বয়সে বিয়ে দেওয়া হয়। স্বামী নেহাল হোসেনের উৎসাহে সুফিয়া কামাল বাংলা সাহিত্য পড়তে শুরু করেন। এর পর কলকাতায় গিয়ে তিনি বিখ্যাত ব্যক্তিদের সাহচর্য পান। সুফিয়া কামাল সাহিত্য পাঠের পাশাপাশি লিখতে শুরু করেন। ১৯৩৮ সালে তাঁর প্রথম কবিতার বই 'সাঁঝের মায়া' প্রকাশিত হয়। বইটির মুখবন্ধ লেখেন কাজী নজরুল ইসলাম। শুধু লেখালেখিই নয়, সমাজের নানা অসংগতির বিরুদ্ধেও সোচ্চার ছিলেন সুফিয়া কামাল। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা আন্দোলনে তিনি ছিলেন একজন প্রথম সারির সংগঠক। ১৯৭০ সালে নারী কল্যাণের লক্ষ্যে 'মহিলা পরিষদ' প্রতিষ্ঠা করেন। মহীয়সী এই নারী ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

গ্রন্থনা : তৈমুর ফারুক তুষার

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.