Breaking News
Loading...
Saturday, May 4, 2013

মারিয়া ইয়ুরেভনা শারাপোভা রাশিয়ান এই টেনিসের গ্লামার গার্ল ১৯ এপ্রিল ১৯৮৭ সালে জন্ম গ্রহণ করেন। সাবেক ১ নং রাশিয়ান পেশাদার টেনিস খেলোয়াড় এবং চার বারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন ও তিনবারের রানার আপ।

শারাপোভা ৭ বছর বয়সে তার বাবার হাত ধরে পরি জমান ফ্লোরিডাতে যদিও তিনি ও তার বাবার ইংলিশ ভাষাতে ততটা দক্ষতা ছিল না। তার বাবার শখের কারনেই তার টেনিস কোটে পা দেয়া। তবে তার বাবাকে ও কম কষ্ট করতে হয় নি।

তার বাবাকে অবশ্য হতাশ করেন নি তিনি নভেম্বর ২০০০ সালে ১৩ বছর বয়সে প্রথম তার প্রাতিষ্ঠানিক খেলা শুরু করেন এবং জিতেনেন গার্লস অনুর্ধ ১৬ ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।

ব্যক্তিগত জীবনে তিনি বাসকেট বল খেলোয়াড় শাশা ভুজাসিকের সাথে ৪ বছর চুটিয়ে প্রেম করেন তাদের বিয়ে হবার কথা থাকলেও শারাপোভা নিজেই তার প্রেমের ইতি টানেন ২০১২ সালে।

ফোবস ম্যগাজিনে ২০০৫ সাল থেকে ২০১১ সাল টানা ৭ বছর ১০০ জন ক্ষমতাধর সেলিব্রেটি হিসেবে নিজের যায়গা করে নেন।

তিনি কেবল টেনিস কোটে তার উজ্জলাতা প্রচার করেন নই বরং বিভিন্ন নামী দামী কোম্পানির ব্রান্ড এমবেসেডর হয়েও তার মেধার প্রকাশ ঘটান।

0 comments:

Post a Comment