Breaking News
Loading...
Monday, July 29, 2013

ডিএনএ গঠনের অন্যতম আবিষ্কর্তা রোসালিন্ড ফ্র্যাঙ্কলিনের জন্ম ১৯২০-এর ২৫ জুলাই লন্ডনের নটিং হিলে।

ডিএনএ গঠনের অন্যতম আবিষ্কর্তা হওয়া সত্ত্বেও নোবেল থেকে বঞ্চিতই থেকে যান ফ্র্যাঙ্কলিন।

কিংস কলেজে মরিস উইলিকিনসের তত্ত্বাবধানে ফ্র্যাঙ্কলিন ডিএনএ নিয়ে গবেষণা করতেন। ফ্র্যাঙ্কলিনের গবেষণার এক্স-রে ক্রিসটালোগ্রাফির ছবি ফ্র্যাঙ্কলিনকে না জানিয়ে উইলিকিনস নিজের বন্ধু ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসনকে দেখান। সেই সময় ক্রিক ও ওয়াটসনও ডিএনএর-গঠন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছিলেন।

১৯৬২ তে উইলিকিনস, ক্রিক ও ওয়াটসন রসায়নে নোবেল পুরষ্কার পান। ওয়াটসন ও ক্রিক ডিএনএ-এর ডবল হেলিক্স গঠনের মডেলের জন্যই নোবেল পান।

পরবর্তীকালে ক্রিক স্বীকার করেন ফ্র্যাঙ্কলিনের ডিনএ সংক্রান্ত এক্স-রে ক্রিস্টালোগ্রাফির ছবির উপর ভিত্তি করেই তাঁরা ১৯৫৩-এ ডিএনএর আনুমানিক ডবল হেলিক্স মডেল তৈরি করেন।

এখনও ওয়াটসন-ক্রিকের ডিএনএ গঠনই সর্বজন স্বীকৃত।

ডিএনএ নিয়ে গবেষণার অন্যতম পথিকৃত ব্রিটিশ বিজ্ঞানী রোসালিন্ড ফ্র্যাঙ্কলিন কোনও দিনই জীবদ্দশায় তাঁর গবেষণা আর প্রতিভার যোগ্য স্বীকৃতি পাননি। ১৯৫৮তে মাত্র ৩৭ বছর বয়সে ওভারির ক্যান্সারে মারা যান ফ্র্যাঙ্কলিন।

0 comments:

Post a Comment