সাপ্পোহ ছিলেন এ যাবৎকালের সবচেয়ে খ্যাতিমান গ্রিক নারী কবি। তার লেখা গান আজো সেরা গীতিকার তালিকাভুক্ত। তার জন্ম ৬৩০ অথবা ৬১২ খ্রিস্টপূর্বে। বলা হয়ে থাকে তার মৃত্যু হয়েছিল ৫৭০ খ্রিস্টপূর্বে। তার জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে সাহিত্যকর্ম অনেকটাই খুঁজে পাওয়া গেছে। তার লেখা কবিতা সবার কাছেই সমাদৃত ছিল। অনেক লেখা হারিয়ে গেলেও যেগুলো খুঁজে পাওয়া গেছে সেগুলো দ্রুত সংরক্ষণ করার ফলে মহিলা কবি সাপ্পোহকে জগতের মানুষ চিনতে পারে। তার পরিবার নিয়ে যেসব তথ্য পাওয়া যায় সেগুলো বেশির ভাগই প্যাপিরাস কাগজে লিখিত ছিল। তাকে বিভিন্ন সাহিত্যিক সুইট মাদার বা কমলময়ী মা হিসেবে উল্লেখ করেছেন। গ্রিক সভ্যতার দিকে তাকালে জ্ঞানে-বিজ্ঞানে ও সাহিত্যের যে উন্নত ছাপ পাওয়া যায় সাপ্পোহ সাহিত্যকর্মে তা ফুটে উঠে। পৃথিবীর ইতিহাসে জানা মতে প্রথম নারী কবি। দার্শনিক প্লেটো সাপ্পোহকে পৃথিবীর ইতিহাসে সেরা ১০ জন কবির মধ্যে স্থান দিয়েছেন।
সাপ্পোহ
Info Post
0 comments:
Post a Comment