Breaking News
Loading...
Saturday, December 26, 2009


১৯১৭ সালের কথা। রাশিয়ায় লেনিন-স্তালিনের নেতৃত্বে সংঘটিত বিপ্লব জার শাসনের অবসান ঘটিয়ে সমাজতন্ত্রের সূচনা করেছে মাত্র। আর তার ঢেউ ছড়িয়ে পড়তে শুরু করেছে বিশ্বব্যাপী। অত্যন্ত দ্রুতগতিতে এ ঢেউ এসে লাগে ভারতেবর্ষেও। ১৯২০ সালের ১৭ অক্টোবর সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে প্রথম গঠিত হয় ভারতের সমাজতান্ত্রিক দল। আর এই দল গঠনে নেতৃত্ব দেন বাঙালি নেতা মানবেন্দ্রনাথ রায়। এর এক মাস পরই অবিভক্ত বাংলায় গঠিত হয় কমিউনিস্ট পার্টি। দল গঠনে নেতৃত্ব দেন কমরেড মুজফ্ফর আহমদ। অর্থাৎ বাংলায় সমাজতান্ত্রিক আন্দোলন তার হাত ধরেই অগ্রসর হয়। মুজফ্ফর আহমদের জন্ম ১৮৮৯ সালের ৫ আগস্ট সন্দ্বীপের মুছাপুর গ্রামে। বাল্যকাল থেকেই তিনি ছিলেন মেধাবী। কিন্তু আইএ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ইতি ঘটিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তবে ছাত্রজীবনে মাদ্রাসায় শিক্ষকতা এবং গৃহশিক্ষক হিসেবে চাকরি করেন তিনি। পরে যোগ দেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী সম্পাদিত 'সাপ্তাহিক সুলতান' পত্রিকায় সন্দ্বীপের স্থানীয় প্রতিনিধি হিসেবে। নিজেকে জড়িয়ে ফেলেন বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সঙ্গে। ১৯১৮ সালে সমিতির সার্বক্ষণিক কর্মী হিসেবে কলকাতার ৩২ কলেজ স্ট্রিটে গড়ে ওঠা বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসেই বসবাস শুরু করেন মুজফ্ফর আহমদ। তিনি ছিলেন বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সাধারণ সম্পাদক। পত্রিকায় কাজ করার সময়ই চিঠিপত্রের মাধ্যমে পরিচয় ঘটে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে। নজরুল ইসলাম তার সৈনিক জীবনের অবসান ঘটিয়ে কলকাতায় সাহিত্য সমিতির অফিসেই মুজফ্ফর আহমদের সঙ্গে বসবাস শুরু করেন। দু'জনের স্বপ্ন ছিল ভিন্ন ধাঁচের দৈনিক পত্রিকা করার। তাদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত হয় 'দৈনিক নবযুগ' পত্রিকা। তার লেখা 'ভারতের কমিউনিস্ট গড়ার প্রথম যুগ', 'প্রবাসে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন', 'আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি', সমকালের কথা ইত্যাদি গ্রন্থ বিশেষভাবে সমাদৃত। মুজফ্ফর আহমদ কৈশোর থেকেই রাজনীতিসচেতন ছিলেন। তবে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন ১৯২০ সালে। রাজনীতিকে মূল পেশা হিসেবে গ্রহণ করারও সিদ্ধান্ত নেন তিনি। 'মিরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মামলা' [১৯২৯-৩৩] ছিল বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘ রাষ্ট্রীয় বিচার। এ মামলার অন্যতম আসামি হিসেবে কমরেড মুজফ্ফর আহমদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে আপিলে সাজা কমিয়ে ৩ বছর করা হয়। বাংলার কমিউনিস্ট আন্দোলনের জনক কমরেড মুজফ্ফর আহমদের স্মৃতি ধরে রাখার জন্য কলকাতার রিপন স্ট্রিটের নাম পরিবর্তন করে রাখা হয় মুজফ্ফর সরণি। ১৯৮৯ সালের ৫ আগস্ট তার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতীয় আইন সভায় স্থাপন করা হয়েছে তার প্রতিকৃতি। ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
লুৎফর রহমান রুবেল

0 comments:

Post a Comment