Breaking News
Loading...
Monday, January 4, 2010


Arthur Fellig পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্রাইম ফটোগ্রাফার। তিনি পোল্যান্ডে ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় পরিবারের সাথে চলে আসেন আমেরিকায়। অর্থাভাবে চৌদ্দ বছর বয়সে তাকে লেখাপড়া ছাড়তে হয়। ১৯১৮ সালে চাকরি নেন ম্যানহাটনের একটি ফটোল্যাবে। ১৯৩৫ সালে সে চাকরি ছেড়ে ফ্রিলান্স ফটোগ্রাফার হিসেবে কাজ করতে শুরু করেন। ফায়ার
সার্ভিস এবং পুলিশদের সাথে ঘুরে ঘুরে তিনি অনেক দুঃসাহসিক ছবি সংগ্রহ করতে থাকেন। অন্যান্য ফটোসাংবাদিকের আগেই Fellig ঘটনাস্থলে পৌছে যেতো। শুধু তাই নয় অনেক সময় পুলিশ এবং ফায়ার ফাইটারদের আগেও সে ঘটনাস্থলে পৌছতে সক্ষম হতো। ফলে তাকে ডাকা হতো Weegee বলে। যার অর্থ ভবিষ্যৎদ্রষ্টা। আসল নামের চেয়ে ডাক নামেই তিনি খ্যাতি ও পরিচিতি লাভ করেন। Fellig-এর ছবি আমেরিকার বিখ্যাত সব পত্রিকায় ছাপা হতো, তন্মধ্যে Life, New York Tribune, Look, Fortune, New York Post অন্যতম। তার লেখা বিখ্যাত বই Naked City (১৯৪৫)। অন্যান্য বইয়ের মধ্যে আছে Weegee People (1946), Naked Hollywood (1953) Ges Weegee by Weegee (1961) ।

0 comments:

Post a Comment