ক্যাপ্টেন জেমস কুক
Info Post
ইংলিশ অভিযাত্রী জেমস কুক (১৭২৮-১৭৭৯) কয়লা বহনকারী জাহাজে চড়ে জাহাজ চালনা শিখেছেন। ১৭৬৮ সালে প্রশান্ত মহাসাগরে একটি বৈজ্ঞানিক গবেষণাকাজে কমান্ডার নিযুক্ত হন। তিনি প্রথম নিউজিল্যান্ড উপকূলের ম্যাপ তৈরি করেন। তাঁর এ যাত্রায় ভয়াবহ স্কার্ভি থেকে ক্রুদের সাফল্যজনকভাবে বাঁচানোর জন্য তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ১৭৭২ থেকে ১৭৭৫ সালের ভেতর তিনি প্রশান্ত মহাসাগরে আরো অভিযান চালিয়েছেন, আবিষ্কার করেছেন বেশ কিছু জায়গা এবং ফিরে এসেছেন নতুন সামুদ্রিক মানচিত্র নিয়ে।
0 comments:
Post a Comment