জয়া আহসান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা সম্পন্না জয়া জন্মগ্রহন করেন ১ জুলাই ১৯--। তার বাবার নাম আবু মোঃ মাসুদ ও মায়ের নাম রেহানা মাসুদ। আর স্বামী মোহাম্মদ ফয়সাল আহ্সান উল্লাহ তিনিও বাংলাদেশের জনপ্রিয় মডেল। জয়া আহসান ছোটবেলায় গান শিখতেন, আর স্বপ্ন দেখতে বড় শিল্পী হওয়ার। এর আগেই তার মিডিয়ার অন্য এক জগতে প্রবেশ ঘটে। আর তা হলো মডেলিং। মডেলিংয়ের সূত্র ধরেই তার অভিনয় জগতে অভিষেক। মুনীর আহমেদ খানের নির্দেশনায় জয়া প্রথম কোকাকোলা পণ্যের বিজ্ঞাপনে মডেলিং করেন।
শুরু থেকেই একটু ব্যতিক্রমি নাটকে অভিনয়ের জন্য দর্শদের মন কারেন এছাড়া তাঁর মিষ্টি চেহারার গুনতো আছেই। টিভিতে জয়া আহসানের প্রথম প্রচারিত নাটক ছিল ‘প্রসন্ন পাষান’ এরপর আত্মপ্রকাশ, ছবির মতো মেয়ে, সংশয়, অফবিট, তেভাগা, মেঘরঙ মেয়ে, মনে মনে, কফি হাউজ, শঙ্খবাস, এনেছি সূর্যের হাসি, টু-লেট, অন্তরীক্ষ, বিকল পাখির গান, তারপরও আঙ্গুলতা নন্দকে ভালোবাসে, হাতকড়া, ‘মানুষ বদল’ ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। ব্যাচেলর ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জয়া আহসানের। এরপর নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ ছবিতে অভিনয় করেন।
তার প্রিয় পোশাকের তালিকায় রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ আর প্রিয় মডেলের তালিকায় মৌ, নওমি ক্যাম্পবেল।
Views
0 comments:
Post a Comment