তৌকীর আহমেদ বাংলাদেশের একজন দক্ষ অভিনেতা ও পরিচালক জন্ম গ্রহন করেন ৫ মার্চ ১৯৬৬। ডাক নাম টিপু। বাবা মরহুম কফিল উদ্দিন আহমেদ ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল। তার মায়ের নাম জোবায়েদা আহমেদ। অভিনয়ের পাশাপাশি তৌকীর একজন স্থাপত্য শিল্পীও।
তৌকীর আহমেদ অভিনীত প্রথম নাটক যুদ্ধ এবং যুদ্ধ। বিটিভিতে প্রচারিত ইমদাদুল হক মিলন রচিত তাঁর অভিণীত ‘রূপনগর’ নাটক ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার প্রথম লেখা নাটক স্বর্ণমৃগ আর প্রথম পরিচালিত টিভি নাটক তোমার বসন্ত দিনে।
তিনি বিবাহ করেন অভিনয় জগতের কিংবদন্তি আবুল হায়াৎ এর কন্যা বিপাশা হায়াৎ কে যার বোন নাতাশা হায়াৎ ও শাহেদ শরীফ খানও অভিনেতা।
0 comments:
Post a Comment