চাঁদনি মেহবুবা বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। জন্মগ্রহন করেন ১৯ মে। মাত্র ৬ মাস বয়সে শেক্সপিয়ারের একটি অনুবাদ নাটক দিয়ে তার নাট্যাঙ্গনে পদচারণা শুরু আর ৪ বছর বয়সে নাচ শেখার মধ্য দিয়েই সংস্কৃতিক অঙ্গনে পথ চলার শুরু হয়েছিল চাঁদনীর। ১৯৯২-তে বেলী কেডসের বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়েই শোবিজে নতুন পথের যাত্রা শুরু করেন চাঁদনী। কৈশোর পেরুতে না পেরুতেই একে একে কাজ করেন বেঙ্গল গ্লুকোজ বিস্কিট, জুঁই সিলভার অয়েল, জুঁই হেয়ার কেয়ার ওয়েল, ওরেন্টা জুস, সেজান জুস, পিয়া পিয়া চিপস, মেরিল বিউটি সোপ, মেরিল স্নো সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে। তবে মডেল চাঁদনী যদি শোবিজে তার পরিচিতির প্রথম পাঠ হয় তবে সেই পাঠের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় নিশ্চয়ই অভিনেত্রী হিসেবে চাঁদনীর উত্থান পর্বটি। একই সাথে চলচ্চিত্র ও নাটকে আমাদের দেশে হাতেগোনা যে ক’জন শিল্পী ভিন্ন ধারার সাফল্য পেয়েছেন তাদের মধ্যে চাঁদনী একজন। চাঁদনী সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছেন যে নাটকগুলোর সুবাদে সেগুলো হলো বন্ধন, গৃহগল্প, চেরাগ, অভিজ্ঞান, পিড়িবদল, ঋতুগৃহ, বন্ধুবরেষু, বৃহন্নলা প্রভৃতি। এছাড়া দুখাই, লালসালু এবং জয়যাত্রা’র মতো চলচ্চিত্রে চাঁদনীর অভিনয় বড়পর্দার দর্শকদেরও মুগ্ধ করেছে।
এসবের পাশাপাশি চাঁদনী আলোচিত হয়েছেন জনপ্রিয় সংগীত তারকা বাপ্পা মজুমদারের সাথে তার শুভ পরিণয়ের কারণেও।
0 comments:
Post a Comment