Breaking News
Loading...
Wednesday, June 23, 2010

তারিন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী। জন্মগ্রহন করেন ২৬ জুলাই ১৯_ _ সনে। তার বাবার নাম মোঃ শাহজাহান ও মায়ের নাম তাহমিনা জাহান। অভিনেত্রী হিসেবে তারিন তার আজকের অবস্থানের কথা জানান দিয়েছিলেন সেই নতুন কুঁড়িতে। সারাদিন ময়না পাখি নিয়ে খেলে মেয়েটি। বিরক্ত বাবা-মা। পড়াশোনা করে না মেয়েটি, শুধু ময়না পাখির সাথে কাটায়। এজন্য বাবা-মা পাখিটি সরিয়ে রাখতে চায়। পাখির কথা ভেবে পড়াশোনায় মন দেয় মেয়েটি। পরীক্ষা শেষে ভালো রেজাল্ট নিয়ে বাড়ি ফিরে সে। আর এসে দেখে ময়না পাখিটি মারা গেছে অমনি মেয়েটির সে কী কান্না! ১১ বছর বয়সী তারিনের সেদিনকার কান্নার সুরে আবেগাপ্লুত হয়েছিলেন বিটিভির কোটি দর্শক। ১৯৮৯ সালে ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে এমন একটি বিষয়ে অভিনয় করে তারিন চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর ঐ সময়ই তিনি দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জানান দিয়েছিলেন, তার আজকের স্বর্ণশিখরে থাকার কথা।
তারিনের অভিনয় জীবন শুরু হয়েছিল ‘এইসব দিনরাত্রি’ নাটকের মাধ্যমে। ঐ সময় তিনি বিটিভির খ্যাতিমান সব নির্মাতার নাটকে কাজ করেছেন। সময়ের ধারাবাহিকতায় তিনি কয়েক প্রজন্ম-নির্মাতার সাথে কাজ করেছেন।
এক নজরে তারিন আহমেদ__
প্রথম স্কুল: আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল (কুমিল্লা মিশনারি স্কুল)

প্রথম নাটক: এইসব দিন রাত্রি’র শেষ পর্বে ছোট এক রোল দিয়ে শুরু

প্রথম পড়া উপন্যাস: শরৎচন্দ্রের উপন্যাস সমগ্র

প্রিয় মানুষ: মহানবী হযরত মুহাম্মদ (স), মা-বাবা

প্রিয় বিজ্ঞাপন: গল্প-বেইজড বিজ্ঞাপন চিত্রগুলো ভালো লাগে

প্রিয় মডেল: মৌ, নোবেল

প্রিয় অভিনেতা: (দেশি-বিদেশি) আমাদের দেশে অল টাইম ফেভারিট হুমায়ূন ফরীদি। বিদেশে আমির খান, হ্যারিসন ফোর্ড, কেভিন কসনার, রিচার্ড গিয়ার, ব্রাড পিট

প্রিয় অভিনেত্রী (দেশি-বিদেশি) : আমাদের দেশে অল টাইম ফেভারিট সুবর্ণা মুস্তাফা, বিদেশে কাজল, রানী মুখার্জী, জুলিয়া রবার্ট, মেরিল স্ট্রিপ, অ্যাঞ্জেলিনা জোলি

প্রিয় পোশাক: এটা ঋতু ও মুডের ওপর নির্ভর করে কখন কোন পোশাক পরব। তবে কোনো দাওয়াতে গেলে আমি সাধারণত শাড়ি পরি

প্রিয় খাবার: তেতো ও বিষ ছাড়া সব খাবারই পছন্দ করি। এর মধ্যে বাঙালি খাবারের পাশাপাশি থাই ফুড ও চাইনিজ খেতে ভালোবাসি

প্রিয় সিঙ্গার:  কিশোরকুমার, জগজিৎ সিং

উল্লেখযোগ্য নাটোকঃ‘পাত্রী সংবাদ’, প্যাকেজ নাটক ‘অনিন্দিত’ টেলিফিল্ম ‘নিঃশব্দ গাঙচিল’ অন্ধশিকারী, জীবন ছবি, দেবদাস, করিমুন্নেসা, গাঁও গেরামের কিচ্ছা, মঙ্গলী, বুমেরাং, জোয়ারভাটা, চিরকুমার সভা, অরণ্যের সুখ-দুঃখ, শ্যাওলা, দুই কামরার সংসার, দয়াগঞ্জ, ইট কাঠের খাঁচা, বৈশাখ থেকে শ্রাবণ, মায়া, বরিশাল বনাম নোয়াখালী প্রভৃতি

0 comments:

Post a Comment