তানিয়া আহমেদ বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। জন্ম গ্রহন করেন ৫ জুন ১৯_ _ সনে। শোবিজে তার যাত্রা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। আর দীর্ঘ সময় ধরে একাধিক বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে তার সাফল্যের ঝুলিটি যখন বেশ সমৃদ্ধ তখন তিনি নাম লেখান অভিনেত্রীর তালিকাতেও।
মডেলিং থেকে অভিনয়ের পথে তানিয়ার যে নবযাত্রা তার সূত্রপাত ঘটে ১৯৯৫ সালে। অরুণ চৌধুরীর রচনা ও ফারিয়া হোসেনের পরিচালনায় ‘সম্পর্ক’ শিরোনামের একটি নাটকে জাহিদ হাসানের বিপরীতে প্রথম অভিনয় করেন তানিয়া। পরবর্তীতে মডেলিং বাদ দিয়ে অভিনয়কে ভালোবেসে নাট্য অঙ্গনেরই নিয়মিত বাসিন্দা হয়ে যান তানিয়া। আর দর্শকদের উপহার দিতে থাকেন মনে রাখার মতো একাধিক নাটক ও চরিত্র। নানা সময়ে তানিয়ার করা অসংখ্য নাটকের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো দক্ষিণের ঘর, আদিত্য, আগামী কালের রূপকথা, সেকু কোন্দার, মন্থর, রঙের মানুষ, মাধুরী ও অন্যান্য, রূপালি রাত্রি, রঙের মানুষ, ভবের হাট, ঘটক এবং আমরা প্রভৃতি। ছোট পর্দার পাশাপাশি কোরিওগ্রাফিতেও তানিয়া আহমেদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। এছাড়া সময়ের ধারাবাহিকতায় তানিয়া আহমেদ নিজেকে যুক্ত করেছেন নাট্য পরিচালনার মতো ভিন্ন ধারার সৃষ্টিশীল নির্মাণেও।
সাংসারিক জীবনে তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এল.আর.বি’র সাবেক কী-বোর্ডিস্ট এস. আই. টুটুলের সংগে ঘর করছেণ।
তানিয়া আহমেদ
Info Post
0 comments:
Post a Comment