Breaking News
Loading...
Thursday, July 1, 2010

গানের মেয়ে হিসেবে পরিচিত হলেও মাইলি সাইরাসের শুরুটা অভিনয় দিয়ে। জন্মগ্রহন করেন ২৩ নভেম্ব ১৯৯২ সনে। তিনি একাধারে সংগীত শিল্পী ও সফল অভিনেত্রী।
৯ বছর বয়সে আর্মস্ট্রং স্টুডিওতে ভর্তি হন অভিনয় শিখতে। শিক্ষাটা কাজেও লাগে। ২০০৩ সালে 'বিগ ফিশ' ছবিতে রুথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার নজরে পড়েন। মিলে সায়রাসের জীবনের সবচেয়ে ভালো সময়টা আসে ২০০৬ সালে। চুক্তিবদ্ধ হন ডিজনি চ্যানেলের 'হানা মন্টানা' সিরিজের প্রধান চরিত্রে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। অল্প দিনেই জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন তরুণ-তরুণীদের কাছে। ১৯৪৬ সালের অ্যানিমেশন ছবি 'সং অব দ্য সাউথ'-এর জেমস বাসকেটসের গাওয়া গানটি গেয়ে শ্রোতাপ্রিয় হন সাইরাস। সে বছরই ওয়াল্ট ডিজনি রেকর্ডস প্রথমবারের মতো প্রকাশ করে হানা মন্টানা সাউন্ডট্র্যাক। অ্যালবামের ৯টি গানে পারফর্ম করেন সাইরাস। প্রথম সপ্তাহেই অ্যালবামটি 'ইউএস বিলবোর্ড-২০০'-এর শীর্ষে চলে আসে।
মিলির প্রথম অ্যালবাম 'মিট মাইলি সাইরাস' প্রকাশ পায় ২০০৭ সালে। প্রথম সপ্তাহেই অ্যালবামটির তিন লাখ ২৬ হাজার কপি বিক্রি হয় এবং ইউএস টপচার্টের শীর্ষে অবস্থান নেয়। অ্যালবামটির বিক্রি তিন লাখ ছাড়িয়ে যাওয়ায় তিনবার প্লাটিনাম পদক পায় এটি। নিজের গাওয়া গান চলচ্চিত্রে পারফর্ম করলে খুব দ্রুত সারা দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। আমেরিকার বিভিন্ন জায়গায় 'বেস্ট অব বোথ ওয়ার্ল্ড কনসার্ট'-এর পরিকল্পনা করেন মাইলি। ২০০৭ সালের ১৮ অক্টোবর থেকে ২০০৮-এর জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৬৯টি জায়গায় কনসার্ট করেন। প্রতিদিনই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়। এই কনসার্টগুলো পরবর্তী সময়ে কনসার্ট ফিল্ম 'ডিজনি ডিজিটাল-থ্রিডি' হিসেবে বিভিন্ন থিয়েটারে প্রদর্শিত হয়।
২০০৮ সালে প্রকাশ পায় তাঁর দ্বিতীয় অ্যালবাম 'ব্রেকআউট'। অ্যালবামের ১২টি গানের আটটি লিখেছিলেন তিনি নিজে। অ্যালবামটি প্রসঙ্গে মাইলি সাইরাস বলেন, 'এ অ্যালবামটি তৈরি করতে আমাকে উজ্জীবিত করেছে আমার জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা। অতীতই আমাকে গান লেখার উপকরণ জুগিয়েছে।' এটিও ইউএস বিলবোর্ড টপচার্ট ২০০-এর শীর্ষে অবস্থান নেয়। ২০০৮ সালে অ্যালবামটি সর্বোচ্চ বিক্রির দিক দিয়ে দ্বিতীয় হয়। প্রথম সপ্তাহে এটির মোট বিক্রি ছিল তিন লাখ ৭১ হাজার কপি। এ বছর প্রকাশ পায় মাইলি সাইরাসের তৃতীয় একক 'ক্যান্ট বি ট্যামড'। এর প্রথম গান 'ক্যান্ট বি ট্যামড' এরই মধ্যে বিলবোর্ড টপচার্টের নবম স্থানে উঠে এসেছে।
অ্যালবাম প্রকাশের পর মাইলি সাইরাস ঘোষণা দিয়েছেন গানের দুনিয়া থেকে কিছুদিনের জন্য অবসর নেবেন। তবে বসে থাকার জন্য নয়। অভিনয়ে কিছুদিন বেশি সময় দেবার জন্য।

0 comments:

Post a Comment