Breaking News
Loading...
Friday, July 23, 2010

জন্ম: ৩ সেপ্টেম্বর ১৯২৬, আহিরীটোলা, কলকাতা। পিতৃদত্ত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়।
১৯৩৫ : নাটকের দল 'লুনার ক্লাব' গঠন।
১৯৩৬ : চক্রবেড়িয়া স্কুলে পড়ার সময় 'গয়াসুর' নাটকে অভিনয় করে প্রশংসা ও পুরস্কার লাভ।
১৯৪২ : সাউথ সুবারবন স্কুল থেকে ম্যাট্রিক। স্বদেশি আন্দোলনের সময় গান রচনা ও সুরারোপ। নিদান বন্দ্যোপাধ্যায়ের কাছে সংগীত শিক্ষা।
১৯৪৪ : পোর্ট কমিশনারস অফিসে ক্যাশিয়ার পদে চাকরি ও চক্রবেড়িয়া মনোরমা স্কুলে সংগীত শিক্ষকতা। ভবানীপুরে নিজের পাড়ার গণেশদাকে ধরে স্টুডিওতে এক্সস্ট্রা হিসেবে অভিনয়ের কাজ। হিন্দি ছবি 'মায়াডোর'-এ প্রথম অভিনয়।
১৯৪৮ : 'দৃষ্টিদান' ছবিতে নায়কের ছোটবেলার চরিত্রে অভিনয়। গৌরী দেবীকে বিয়ে।
১৯৪৯ : 'কামনা'য় উত্তম চট্টোপাধ্যায় নামে নায়ক চরিত্রে অভিনয়।
১৯৫০ : মাসিক ৪০০ টাকায় এমপি স্টুডিওর স্টাফ আর্টিস্ট। 'মর্যাদা'য় আবার অরুণকুমার নামে অভিনয়।
১৯৫১ : 'সহযাত্রী'তে প্রথম 'উত্তমকুমার' নামে অভিনয়। ছেলে গৌতমের জন্ম।
১৯৫২ : মুক্তি পেল প্রথম হিট ছবি 'বসু পরিবার'। চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়ে আত্দনিয়োগ।
১৯৫৩ : মুক্তি পেল সুচিত্রা সেন-উত্তমকুমার জুটির প্রথম ছবি 'সাড়ে-চুয়াত্তর'। স্টার থিয়েটারে 'শ্যামলী' নাটকে নায়কের ভূমিকায় অভিনয়।
১৯৫৪ : জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দিল উত্তম-সুচিত্রার 'অগি্নপরীক্ষা'।
১৯৫৫ : ৫০০ রজনী অভিনয়ের পর বন্ধ হলো 'শ্যামলী'র মঞ্চায়ন।
১৯৫৬ : 'নবজন্ম' ছবিতে প্রথম গান গাইলেন।
১৯৫৭ : বাংলা ভাষার প্রথম সম্পূর্ণ রঙিন ছবি 'পথে হলো দেরী'তে অভিনয়।
১৯৬৩ : সুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে।
১৯৬৬ : সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবিতে অভিনয়। বার্লিন চলচ্চিত্র উৎসব কমিটির আমন্ত্রণে বার্লিন যাত্রা। 'শুধু একটি বছর' ছবিতে প্রথম পরিচালনা। 'কাল তুমি আলেয়া' ছবিতে প্রথম সংগীত পরিচালনা ।
১৯৬৭ : মুক্তি পেল প্রথম হিন্দি ছবি 'ছোটি সি মুলাকাত'।
১৯৬৮ : শিল্পী সংসদের প্রথম সভাপতি।
১৯৬৯ : কলকাতা পুরসভার নাগরিক সংবর্ধনা।
১৯৭৯ : আমেরিকা সফর। অ্যাজমায় আক্রান্ত।
মৃত্যু : রাত ৯টা ৩০ মিনিট, ২৪ জুলাই ১৯৮০, বেলভিউ ক্লিনিক, কলকাতা।

0 comments:

Post a Comment