জন্ম : ২৫ মার্চ, ১৯০৮
জন্মস্থান : ক্রয়ডন, সারে, ইংল্যান্ড
মৃত্যু : ১৬ এপ্রিল, ১৯৯১
মৃত্যুস্থান : লন্ডন, ইংল্যান্ড।
স্যার ডেভিড লিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক। তার বাবার নাম উইলিয়াম লেবস্নাউন্ট লিন এবং মায়ের নাম হেলেনা টাঙি। তার বাবা-মা ছিলেন খ্রিস্টধর্মের কোয়েকার শাখার অনুসারী। সাকুল্যে ৬ বার বিয়ে করেন লিন। এর মধ্যে পাঁচটি বিয়েই বিচ্ছেদ পর্যন্ত গড়িয়েছে।
স্টিফেন স্পিলবার্গ, স্ট্যানলি কুবরিক, জর্জ লুকাসের মতো খ্যাতিমান পরিচালকেরা তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন। খধৎিবহপব ড়ভ অৎধনরধ, ঞযব ইৎরফমব ড়হ ঃযব জরাবৎ কধির, উড়পঃড়ৎ তযরাধমড়, জুধহ্থং উধঁমযঃবৎ, অ চধংংধমব ঃড় ওহফরধ ইত্যাদি তার পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র। তিনি চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন।
ডেভিড লিন ১৯৯০ সালে এএফআই লাইফ এচিভমেন্ট পুরস্কার পান। তিনি ছাড়া আর মাত্র দু'জন আমেরিকান এই সম্মান লাভ করেন। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের আয়োজিত ভোটে ২০০২ সালে তিনি সর্বকালের সেরা ১০ চলচ্চিত্র পরিচালকের একজন নির্বাচিত হন।
ডেভিড লিন
Info Post
0 comments:
Post a Comment