Breaking News
Loading...
Friday, August 20, 2010

শিশু সাহিত্যিক ও কবি দেলওয়ার বিন রশিদ ১৯৫৪ সালের ২১ আগস্ট  কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার পুরুড়ায় জন্মগ্রহণ করেন। লোকজ ঐতিহ্য ও শিশু বিষয় তাঁর ছড়ায় প্রাধান্য পায় সবচেয়ে বেশি। ছড়া, কবিতা, প্রবন্ধ ও জীবনীগ্রন্থ মিলে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ।

তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে-ইস্টিশনে বিষ্টি,’‘খুকুর মুখে চাঁদের হাসি’, ‘ভেন্না পাতায় দই’, ‘শাপলা পাতা শীতল পার্টি’, ‘সুখ-দুঃখের উচ্চারণ’, ‘মননে ফোটা ফুল’, ‘অপরাহ্নে বিনম্র উচ্চারণ’, ‘নকশী কাঁথার ফুল’, ‘আল্লাহ পাক স ষ্টা মহান’, ‘নুরের ফুল হযরত মুহাম্মদ (সাঃ)’, ‘ছোটদের হযরত হামযা (রাঃ)’, ‘ছোটদের ডাঃ মোহাম্মদ ইব্রাহীম’, ‘বিদ্রোহী কবির ছেলেবেলা’, মুজিব স্বাধীনতা, ছোটদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব প্রভৃতি।

0 comments:

Post a Comment