Breaking News
Loading...
Sunday, September 5, 2010

কথা সাহিত্যিক সৈয়দ আনওয়ারুল হাফিজের জন্ম ১৯৩০, মুর্শিদাবাদ। দেশ ভাগের সময় (১৯৪৭) পুরো পরিবার পূর্ববঙ্গে চলে এলেও তিনি পড়াশোনার জন্য কলকাতায় থেকে যান। প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি ও কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (১৯৫২), এরপর চাকরির সূত্রে চলে যান আমেরিকা, সেখানে এমআরসিপি সম্পন্ন করে ১৯৬২ দেশে ফিরে আসেন। যোগ দেন ঢাকা মেডিকেল কলেজে, পরে সিলেট মেডিকেল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজেও কাজ করেন। ১৯৭০ সালে চাকরি নিয়ে চলে আসেন লন্ডনে। অবসর ১৯৯৫, বাংলাদেশে ফিরে, (১৯৯৮) যোগ দেন গণস্বাস্থ্য কেন্দ্রে। বর্তমানে অবসর জীবন যাপন করছেন।

0 comments:

Post a Comment