প্রথিতযশা সুরকার ও শিল্পী মীরা রায়ের জন্ম বাংলাদেশের কুমিল্লায় ১৯২৩ সালের মার্চে। শান্তি-নিকেতনে অমিতা সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। ১৯৩৭ সালে এলাহাবাদে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে গিয়ে শচীন দেব বর্মণের সঙ্গে আলাপ ও প্রেম, পরে পরিণয়। পুত্র রাহুলের প্রাথমিক তালিমও তার কাছেই।
ভারতের আরেক বিখ্যাত গায়িকা আশা ভোঁসলের শাশুড়ি মীরা। আশা ভোঁসলে জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি করতে হতো। দু’দিন আগেই তাকে লীলাবতী হাসপাতাল থেকে একটি বৃদ্ধাবাসে নেয়া হয়।
সোমবার ১৫ই অক্টোবর ২০০৭ সনে ভোর ৫টায় ৮৪ বছর বয়সে মারা যান তিনি।
মীরা দেব বর্মণ
Info Post
0 comments:
Post a Comment