Breaking News
Loading...
Thursday, September 16, 2010

পারস্য সুলতান সান্জার ( Sultan Sanjar 1086-1157) ছিলেন যেমন শক্তিশালী তেমনি নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তার সময় পারস্য সাম্রাজ্য বহুদূর বিস্তার লাভও করেছিল। এশিয়া এবং ইউরোপের বিশাল অঞ্চল জুড়ে ছিল তার সাম্রাজ্য। সান্জার মোট ৩৬ বছর রাজত্ব করেছিলেন। এ দীর্ঘ সময় তিনি কি কি ভালো মন্দ করেছিলেন তার বিবরণ হয়তো ইতিহাসে লিপিবদ্ধ আছে। তবে তার এসব ইতিহাসের মধ্যে একটি নিষ্ঠুরতার ইতিহাস। ৩৬ বছর রাজত্বকালে তিনি নিজের হাতে হত্যা করেছিলেন ৩৬,০০০ লোককে। এ হিসাবে প্রতি বছর গড়ে ১,০০০ করে অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় তিনজন করে লোক হত্যা করতেন তিনি।



-আমিন রহমান নবাব

0 comments:

Post a Comment