Breaking News
Loading...
Wednesday, September 22, 2010

লিউয়েনহক ১৬৩২ সালে জন্মগ্রহণ করেন। ডাচবিজ্ঞানী লিউয়েনহক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন। তবে তার অণুবীক্ষণ যন্ত্র এখনকার অণুবীক্ষণ যন্ত্রের মতো এত উন্নত ছিল না। নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে তিনি ব্যাকটেরিয়া, স্নায়ুকোষ, হাইড্রা, ভলভক্স ইত্যাদি জীবের যে বর্ণনা লিখে গেছেন তা অত্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে।


উত্সঃ মেহেদী হাসান বাবু, বাংলাদেশ প্রতিদিন

0 comments:

Post a Comment