Breaking News
Loading...
Wednesday, September 22, 2010

খ্রিস্টপূর্ব ৩৭০ সালে থিওফ্রাস্টাস জন্মগ্রহণ করেন। গ্রিক দার্শনিক থিওফ্রাস্টাসের কাজের মধ্যে খুব কম কাজেরই খোঁজ পাওয়া গেছে। যা পাওয়া গেছে তার মধ্যে On the history of Plents-এর নয়টি এবং On the cause of plents-এর ৬টি ভলিউম আছে। উল্লেখ্য, থিওফ্রাস্টাস বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। তিনি সব উদ্ভিদকে Trees (বৃক্ষ), Shrubs (গুল্ম), Undershrubs(উপগুল্ম) এবং Herbs (বীরুৎ) এই ৪ ভাগে বিভক্ত করেন। তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। খ্রিস্টপূর্ব ২৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।

উত্সঃ বাংলাদেশ প্রতিদিন

0 comments:

Post a Comment