খ্রিস্টপূর্ব ৩৭০ সালে থিওফ্রাস্টাস জন্মগ্রহণ করেন। গ্রিক দার্শনিক থিওফ্রাস্টাসের কাজের মধ্যে খুব কম কাজেরই খোঁজ পাওয়া গেছে। যা পাওয়া গেছে তার মধ্যে On the history of Plents-এর নয়টি এবং On the cause of plents-এর ৬টি ভলিউম আছে। উল্লেখ্য, থিওফ্রাস্টাস বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। তিনি সব উদ্ভিদকে Trees (বৃক্ষ), Shrubs (গুল্ম), Undershrubs(উপগুল্ম) এবং Herbs (বীরুৎ) এই ৪ ভাগে বিভক্ত করেন। তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। খ্রিস্টপূর্ব ২৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
উত্সঃ বাংলাদেশ প্রতিদিন
থিওফ্রাস্টাস
Info Post
0 comments:
Post a Comment