Breaking News
Loading...
Wednesday, September 22, 2010

মহাজ্ঞানী গ্রিকবিজ্ঞানী অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব ৩৮৪ সালে জন্মগ্রহণ করেন। তাকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়। তিনিই সর্বপ্রথম প্রাণিবিজ্ঞানকে বিজ্ঞানের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। অ্যারিস্টটল একাধারে কবি, বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন। বিভিন্ন বিষয়ে তার মতো অগাধ পাণ্ডিত্য আর কারো ছিল না। তখনকার সময় লোকেরা বলত অ্যারিস্টটল জ্ঞানবিজ্ঞানের সব বিষয় নিয়ে চিন্তা করেছেন। অ্যারিস্টটলেই সব সমস্যার সমাধান পাওয়া যাবে। তিনিই প্রাণী ও উদ্ভিদের মূল গঠনের সামঞ্জস্যের কথা উল্লেখ করেন। তিনি লেছবছ নামে একটা দ্বীপে একাধারে ৫ বছর অবস্থান করে প্রাণীদের ওপর গবেষণা করেন। প্রাণীদের সম্বন্ধে তিনি History Animalium নামে একখানা তথ্যবহুল ও জ্ঞানগর্ভ পুস্তক রচনা করেন। এই বরেণ্য মনীষী খ্রিস্টপূর্ব ৩২২ সালে মৃত্যুবরণ করেন।
উত্সঃ বাংলাদেশ প্রতিদিন

0 comments:

Post a Comment