Breaking News
Loading...
Monday, September 20, 2010

মেরি স্টুয়ার্ড স্কটল্যান্ডের রানি হন মাত্র ছয়দিন বয়সে। ১৫৪২ সালে ৮ ডিসেম্বর যখন তার জন্ম হয় তখন তার পিতা ৫ম জেমস মৃত্যুশয্যায়। আর নয় মাস বয়সে আনুষ্ঠানিকভাবে স্টার্লিং প্রাসাদে তার অভিষেক হয় যখন মেরির পক্ষে শপথবাক্য উচ্চারণ বা মাথায় মুকুট ধারণ কোনোটাই সম্ভব ছিল না। ১৪২২ সালে একই বয়সে ইংল্যান্ডের ৫ম হেনরিও অভিষিক্ত হয়েছিলেন রাজা হিসেবে।

রানি মেরির যখন ফ্রান্সের ফ্রান্সিস ডুফিনের সঙ্গে বিয়ে হয়, তখন বিয়ের অনুষ্ঠানে সাদা গাউন পরিহিতা মেরিকে দেখে সবাই বিস্মিত হয়ে গিয়েছিল। কারণ, ওই সময় সাদা রং ছিল ফ্রান্সের রানির শোকের প্রতীক। মাত্র দুই বছরের মাথায় ফ্রান্সিস মৃত্যুবরণ করলে অনেকেই বিয়ের সাদা পোশাককে এই দুর্ঘটনার অবচেতন পূর্বাভাস বলে অভিহিত করে। মেরি অবশ্য নিজের প্রিয় রং হিসেবেই সাদা পোশাক পরেছিল।

0 comments:

Post a Comment