Breaking News
Loading...
Monday, September 20, 2010

আনন্দশঙ্কর(১১ ডিসেম্বর ১৯৪২-২৬ মার্চ ১৯৯৯)।অনন্য প্রতিভার অধিকারী একজন বাঙালী কম্পোজার। মূলত প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের সংমিশ্রনে ফিউশন ধারার মিউজিক কম্পোজ করতেন আনন্দশঙ্কর। তবে তাঁর কম্পোজিশনকে ঠিক যেন সংজ্ঞায়িত করা যায় না। তাঁর অসাধারন সব কম্পোজিশনের মায়াবী সুর ও ছন্দ শ্রোতাকে যেন অন্য এক জগতে নিয়ে যায় ....তাঁর কম্পোজিশনে সেতারের প্রাধান্য থাকলেও অন্যান্য বাদ্যযন্ত্রও সমান গুরুত্ব পেয়েছে।
কৃতি এই বাঙালি কম্পোজার ভারতের উত্তর প্রদেশের আলমোরায় জন্ম গ্রহন করেন; বাবা বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্কর, মা অমলাশঙ্কর। আনন্দশঙ্কর বেনারস হিন্দু ইউনিভারসিটিতে পড়ালেখা করেছেন । সেতার শিখেছেন লালমনি মিশ্রর কাছে ।
বিখ্যাত সেতার বাদক রবীশঙ্কর সম্পর্কে আনন্দশঙ্কর-এর জেঠা হলেও তাঁর কাছে সেতারে হাতেখড়ি হয়নি।

লিখেছেনঃ ইমন জুবায়ের

0 comments:

Post a Comment