Breaking News
Loading...
Sunday, October 24, 2010

প্রখ্যাত চলচ্চিত্রকার ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের এই দিনে তিনি বিক্রমপুরের শ্রীনগর থানাধীন সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে চিত্রপরিচালক সৈয়দ আওয়ালের মাধ্যমে তার চলচ্চিত্রে প্রবেশ। খ্যাতিমান চলচ্চিত্রকার ফতেহ লোহানী ও প্রখ্যাত সাংবাদিক পরিচালক ওবায়দুল হকের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত হন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সংগঠনের অসংখ্য পুরস্কারে ভূষিত হন। মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র 'ওরা ১১ জন' নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ। তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধ ও সাহিত্যভিত্তিক সর্বাধিক চলচ্চিত্রের নির্মাতা। চাষী নজরুল ইসলাম পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো_ওরা ১১ জন, সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড, মেঘের পর মেঘ, দেবদাস, শুভদা, চন্দ্রনাথ, সুভা, শাস্তি, বিরহব্যথা, হাছনরাজা, শিল্পী ইত্যাদি।

0 comments:

Post a Comment