উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ ১৯৭১ সালের ৩ জুলাই অস্ট্রেলিয়ার টাউনসভিলাতে জন্মগ্রহণ করেন।
শৈশব থেকেই তিনি কম্পিউটারে দক্ষতা অর্জন করেন। তিনি একাধারে সাংবাদিক, গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামার এবং হ্যাকার। ১৯৯৫ সালে হ্যাকিংয়ের অপরাধে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। আর কোনোদিন হ্যাকিং করবেন না এমন মুচলেকা দিয়ে সেবার তিনি ছাড়া পেয়েছিলেন। তিনি কোথাও স্থায়ীভাবে বাস করেন না। ২০০৬ সালে তিনি উইকিলিকস প্রতিষ্ঠা করেন। পরের বছর কিউবার গুয়ানতানামো বে বন্দি শিবিরের বন্দিদের সম্পর্কে তথ্য ফাঁস করে 'ফাঁস বিদ্যায়' প্রথম হাতেখড়ি দেন তিনি। তিনি ২০০৯ সনে Amnesty Internationalথেকে সাংবাদিকতার উপর Centre for investigative journalism, ২০০৮ সনে ইকোনোমিক্সের উপর Index on Censorship এবং ২০১০ সনে Sam Adams Award লাভ করেন।
জুলিয়ান অ্যাসাঞ্জ
Info Post
0 comments:
Post a Comment