Breaking News
Loading...
Thursday, January 6, 2011

উনিশ শতকে ঢাকা শহরে ব্রজসুন্দর মিত্র ছিলেন একজন খ্যাতিমান নাগরিক। জন্ম ঢাকার বুতুনিসিমুলিয়ার এক সম্ভ্রান্ত, কিন্তু অসচ্ছল পরিবারে। পিতা ভবানীপ্রসাদ মিত্র। ছেলেবেলায়ই পিতৃহীন হয়ে লালিত হন মাতুলালয়ে। পড়াশোনা করেন কলকাতার জেনারেল অ্যাসেমবিস্নজ ইনস্টিটিউটে। সাংসারিক কারণে বিশ বছর বয়সে ১৮৪০ সালে দশ টাকা বেতনে ঢাকার কমিশনার অফিসে কেরানির চাকরি নেন। তাঁর কর্তব্যনিষ্ঠা ছিল অসামান্য, যে কারণে অবসর গ্রহণ করেছিলেন ডেপুটি কালেক্টর হিসেবে। তাঁর কৃতিত্ব ঢাকা শহর বা পূর্ববঙ্গে আধুনিকায়নের প্রচেষ্টা গ্রহণ। ১৮৪৭ সালে তাঁর চেষ্টায়ই প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গ ব্রাহ্ম সমাজ। পূর্ববঙ্গ ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠায় পালন করেছিলেন অগ্রণী ভূমিকা। স্থাপন করেছিলেন ব্রাহ্ম স্কুল; যা পরে জগন্নাথ স্কুল এবং তারপর পরিণত হয়েছিল জগন্নাথ কলেজে। মিটফোর্ড হাসপাতাল ভবন প্রতিষ্ঠায় ছিলেন উদ্যোক্তা।

0 comments:

Post a Comment