মুক্তিযুদ্ধে জেড ফোর্সের প্রধান হিসাবে জিয়াউর রহমান এ দেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তিনিই এদেশে বাঙ্গালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেন। তিনি এই আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি বগুড়ার গাবতলিতে জন্ম গ্রহণ করেন।
১৯৭১ সালে রাজনৈতিক সংকটে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার জন্য দেশের জনগণ যখন দিশেহারা তখন বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়া অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রামস্থ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তিনি নিজ কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেবার পাশাপাশি এক সশস্ত্র মুক্তিযুদ্ধেরও ডাক দেন। ১৯৭৫ সালে ৭ই নভেম্বর দেশের সঙ্কটকালে তাঁকে আবারো নেতৃত্ব দিতে হয়। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন। বহুদলীয় গনতন্ত্রের প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন, সার্ক গঠন ইত্যাদি বহুমুখী মৌলিক কার্যক্রম উদ্ভাবন করে জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রয়েছেন তা আজ আর বলার অপেক্ষা রাখে না। দেশপ্রেমিক জিয়ার রাজনৈতিক দর্শন ছিল আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী ইসলামিক মূল্যবোধের।
১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।
0 comments:
Post a Comment