১৭০১ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর সুইডেনের এক উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন তিনি। মৌলিক গবেষণার জন্য তিনি খ্যাতি লাভ করেন একজন জ্যোতির্বিজ্ঞানী হিসেবে। তিনি আবিষ্কার করেন 'ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল' নামে তাপমাত্রা স্কেল। তার নাম অনুসারে এটিকে 'ডিগ্রি সেলসিয়াস'ও বলা হয়। তার মৃত্যু হয় ১৭৪৪ সালের ২৫ এপ্রিল।
অ্যান্ডু্রজ সেলসিয়াস
Info Post
0 comments:
Post a Comment