Breaking News
Loading...
Sunday, April 3, 2011

আধুনিক পর্যায় সারণির জনক বলা হয় রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফকে। যিনি ভরের পরিবর্তন আণবিক সংখ্যা দিয়ে সারণিটি তৈরি করেন।
১৮৩৪ সালের ৮ ফেব্রুয়ারি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিফ। রসায়ন শাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে দিমিত্রি মেন্ডেলিফ কাজ করেছেন। ১৮৬৩ সালে তিনি সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি অ্যালকোহল ও পানির মিশ্রণের ওপর গবেষণা করেন। এ গবেষণাকর্মের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ১৮৬৫ সালে মেন্ডেলিফ ডক্টর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। এ সময়ই তিনি বিখ্যাত 'রাশিয়ান ভদকা'র মিশ্রণ তৈরি করেন। সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকা অবস্থায় একটি দু'খণ্ডের বই রচনা করেন। বইটির নাম 'প্রিন্সিপাল অব কেমিস্ট্রি'। এ বইতেই তিনি মৌলিক পদার্থগুলোর রাসায়নিক ধর্মের ভিত্তিতে শ্রেণী বিভাগ করেন। এই শ্রেণীকরণের মাধ্যমে তিনি তার 'পর্যায় সারণি'র বর্ণনা প্রদান করেন। মেন্ডেলিফ তার সময়ে আবিষ্কৃত ৬৩টি মৌল নিয়েই সারণিটি প্রস্তুত করেন। ১৮৬৯ সালের ৬ মার্চ মেন্ডেলিফ তার আবিষ্কৃত 'পর্যায় সারণি' রাশিয়ান কেমিক্যাল সোসাইটিতে উপস্থাপন করেন। মেন্ডেলিফের পর্যায় সারণির কিছু সীমাবদ্ধতা থাকার কারণে পরে এর কিছু সংস্কার সাধন করা হয়। কিন্তু এখনো রসায়নের বিভিন্ন গবেষণায় এ সারণিটি অত্যাবশ্যকীয় একটি উপাদান। তবে পর্যায়ক্রমে আণবিক সংখ্যার বৃদ্ধির মাধ্যমে তিনি বিভিন্ন নতুন মৌলের সংকেতসহ তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে যান। পরে যেসব মৌলিক পদার্থ আবিষ্কৃত হয় এর অধিকাংশের ক্ষেত্রে মেন্ডেলিফের ভবিষ্যদ্বাণী মিলে যায়। খ্যাতিমান এ রসায়নবিদ ইউরোপজুড়ে সমাদৃত ছিলেন। ১৯০৭ সালের ২ ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবার্গে তিনি মৃত্যুবরণ করেন।

0 comments:

Post a Comment