Breaking News
Loading...
Tuesday, September 25, 2012


নোবেল পুরস্কারের ইতিহাসে মাদাম কুরি প্রথম নারী যিনি দুইবার নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বিজ্ঞান বিশ্বে নিজেকে পরিচিত করেছেন। ১৮৬৭ সালে ৭ নভেম্বর তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। মা-বাবার দেওয়া নাম মেরি সেক্লাদোভস্কা হলেও মাদাম কুরি নামেই তিনি অধিক পরিচিত। ছোটবেলা থেকেই মেরি ছিলেন খুব মেধাবী। ১৬ বছর বয়সে স্কুলের শেষ পরীক্ষায় তিনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন এবং ১৮৯৩ সালে তার ক্লাসে পদার্থ এবং গণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তী সময়ে তিনি গবেষণা শুরু করেন এবং স্বামী পিয়েরি কুরির সঙ্গে গবেষণার মাধ্যমে আবিষ্কার করেন দুটি নতুন মৌলিক পদার্থ পোলোনিয়াম ও রেডিয়াম। ফলে ১৯০৩ সালে যৌথভাবে তাঁরা রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার অর্জন করেন। আট বছর পরে ১৮১১ সালে মাদাম কুরি বিশুদ্ধ রেডিয়াম পৃথককরণের জন্য আবারও রসায়নে নোবেল পুরস্কার জেতেন। শুধু কি তাই, আরো একটি কারণে কুরি পরিবারের নাম নোবেল পুরস্কারের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। কুরি দম্পতির বড় মেয়ে আইরিন জোলিও কুরি মায়ের মতোই স্বামী ফ্রেডারিক জোলিওর সঙ্গে যৌথভাবে রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার অর্জন করেন এবং ছোট মেয়ে ইভ কুরির স্বামী হেনরি ল্যাবোসে ১৯৬৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করে মানবদেহের ওপর এর প্রভাব নিয়ে গবেষণা করছিলেন। কিন্তু মানুষকে ব্যথামুক্ত জীবন দিতে যে রেডিয়াম তিনি নিজে আবিষ্কার করেছিলেন তার তেজস্ক্রিয় প্রভাবেই অবর্ণনীয় ব্যথায় ১৯৩৪ সালের ৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
গ্রন্থনা : ফারজানা শ্রাবন্ত

0 comments:

Post a Comment