শাবনূর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা। ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ
করেন। তার আসল নাম 'নূপুর'।(জন্ম ১৯ জুলাই ১৯৭৪)
'চাঁদনী রাতে' ছবির মধ্য দিয়ে 'শাবনূর' নামে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। তারপর একে একে প্রায় অর্ধশতাধিক ছবিতে অভিনয়
করেছেন। তাকে ঢালিউডের কুইন বলে সম্বোধন করা হয়। টানা দুই দশক তিনি দাপটের
সঙ্গে অভিনয় করেছেন। অধিকাংশ ছবিতেই তার বিপরীতে ছিলেন সালমান শাহ ও
রিয়াজ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে 'তোমাকে চাই', 'বিক্ষোভ', 'বিচার
হবে', 'চাওয়া থেকে পাওয়া', 'আনন্দ অশ্রু', 'জীবন সংসার', 'মহা মিলন',
'স্বপ্নের পৃথিবী', 'স্বপ্নের ঠিকানা', 'সুজন সখী', 'তুমি আমার', 'স্বপ্নের
নায়ক', 'বুকের ভিতর আগুন', 'প্রেম পিয়াসী', 'মন মানে না', 'তুমি শুধু
তুমি', 'ভালোবাসি তোমাকে', 'বুক ভরা ভালোবাসা', 'বিয়ের ফুল', 'স্বপ্নের
পুরুষ', 'তোমার জন্য পাগল', 'কাজের মেয়ে', 'এ বাঁধন যাবে না ছিড়ে', 'মাটির
ফুল', 'মন', 'মোল্লা বাড়ির বউ', 'শ্বশুড় বাড়ি জিন্দাবাদ'সহ বেশ কিছু ছবি
উল্লেখযোগ্য। এসব ছবি তুমুল জনপ্রিয়তা ও ব্যবসা সফলতা অর্জন করে। সালমান
শাহ এবং শাবনূর এ দেশের সেরা জুটি হয়েছিলেন। এই জুটির সবকটি ছবিই এ দেশের
ব্যবসা সফল ও সর্বাধিক জনপ্রিয়তা পাওয়া ছবি। এ দেশের সর্বস্তরেই রয়েছে তার
অগণিত ভক্ত। অভিনয় ক্যারিয়ারের সম্মাননা স্বরূপ তিনি অর্জন করেছেন
অর্ধশতাধিক অ্যাওয়ার্ড।
ছবির তালিকা
বছর
|
চলচ্চিত্র
|
ভূমিকা
|
পরিচালক
|
সহ-শিল্পী
|
১৯৯৪
|
তোমাকে
চাই
|
মতিন
রহমান
|
||
বিক্ষোভ
|
মোহাম্মদ
হান্নান
|
সালমান
শাহ
|
||
বিচার
হবে
|
শাহ
আলম কিরণ
|
সালমান
শাহ
|
||
চাওয়া
থেকে পাওয়া
|
রেজা
হাসমত
|
সালমান
শাহ
|
||
১৯৯৫
|
আনন্দ
অশ্রু
|
শিবলী
সাদিক
|
সালমান
শাহ
|
|
জীবন
সংসার
|
জাকির
হোসেন রাজু
|
সালমান
শাহ
|
||
মহা
মিলন
|
দিলীপ
সম
|
সালমান
শাহ
|
||
স্বপ্নের
পৃথিবী
|
বাদল
খন্দকার
|
সালমান
শাহ
|
||
স্বপ্নের
ঠিকানা
|
এম
এ খালেক
|
সালমান
শাহ
|
||
১৯৯৬
|
সুজন
সখী
|
শাহ
আলম কিরণ
|
সালমান
শাহ
|
|
১৯৯৭
|
তুমি
আমার
|
জহিরুল
হক
|
সালমান
শাহ
|
|
স্বপ্নের
নায়ক
|
নাসির
আহমেদ
|
সালমান
শাহ ও আমিন খান
|
||
বুকের
ভিতর আগুন
|
ছটকু
আহমেদ
|
সালমান
শাহ ও ফেরদৌস
|
||
প্রেম
পিয়াসী
|
রেজা
হাসমত
|
সালমান
শাহ
|
||
মন
মানেনা
|
নদী
|
মতিন
রহমান
|
রিয়াজ
|
|
তুমি
শুধু তুমি
|
আবিদ
হাসান বাদল
|
রিয়াজ
ও অমিত হাসান
|
||
১৯৯৮
|
ভালোবাসি
তোমাকে
|
মহাম্মদ
হান্নান
|
রিয়াজ
|
|
বুক
ভার ভালবাসা
|
ছটকু
আহমেদ
|
রিয়াজ
|
||
১৯৯৯
|
পৃথিবী
তোমার আমার
|
বাদল
খন্দকার
|
রিয়াজ
|
|
নদী
|
মতিন
রহমান
|
রিয়াজ
ও শাকিল খান
|
||
কাজের
মেয়ে
|
নদী
|
আজাদী
হাসনাত ফিরোজ
|
রিয়াজ
|
|
স্বপ্নের
পুরুষ
|
আলো
|
মনোয়ার
খোকন
|
রিয়াজ
|
|
তোমার
জন্য পাগল
|
শিল্পী
চক্রবর্তী
|
রিয়াজ
ও অমিত হাসান
|
||
আশা
আমার আশা
|
আশা
|
হেলাল
খান
|
রিয়াজ
ও হেলাল খান
|
|
২০০০
|
নারীর
মন
|
মতিন
রহমান
|
রিয়াজ
ও শাকিল খান
|
|
এ
বাধন যাবেনা ছিঁড়ে
|
নুপুর
|
এফ
এই মানিক
|
রিয়াজ
|
|
ভয়ংকর
বিষু
|
আলো
|
মনতাজুর
রহমান একবার
|
রিয়াজ
|
|
এই
মন চাই যে..!
|
সঙ্গীত
|
মতিন
রহমান
|
রিয়াজ
ও ফেরদৌস
|
|
২০০১
|
কারিশমা
|
আলো
|
এ কে
এম সেলিম
|
রিয়াজ
|
আমি
তোমারি
|
মতিন
রহমান
|
রিয়াজ
|
||
হৃদয়ের
বন্ধন
|
সাগরিকা
|
এফ
এই মানিক
|
রিয়াজ
ও আমিন খান
|
|
প্রেমের
তাজ মহল
|
লিজা
(আলো)
|
গাজী
মাহবুব
|
রিয়াজ
|
|
মিলন
হবে কত দিনে
|
পাথর
|
জাকির
হোসেন রাজু
|
রিয়াজ
|
|
২০০২
|
এরই
নাম দোস্তি: Ties Never Die
|
নুপুর
|
সাইদুর
রহমান সাইদ
|
রিয়াজ
ও জয়
|
নিশ্বাসে
তুমি বিশ্বাসে তুমি
|
মোহনা
|
জাকির
হোসেন রাজু
|
রিয়াজ
|
|
শ্বশুর
বাড়ি জিন্দাবাদ
|
প্রেমা
|
দেবাশীষ
বিশ্বাস
|
রিয়াজ
|
|
Sundori
বধু
|
ঝুমুর
|
রিয়াজ
|
||
বস্তির
মেয়ে
|
আজাদী
হাসনাত ফিরোজ
|
রিয়াজ
ও ফেরদৌস
|
||
ও
প্রিয়া তুমি কোথায়
|
কাজল
|
শাহাদাত
হোসেন লিটন
|
রিয়াজ
ও শাকিব খান
|
|
ভালবাসা
কারে কয়
|
জুই
|
জাকির
হোসেন রাজু
|
রিয়াজ
ও বাপ্পারাজ
|
|
২০০৩
|
গুন্ডার
প্রেম
|
বাদশা
ভাই
|
রিয়াজ
|
|
মন
|
মনি
|
মোস্তাফিজুর
রহমান বাবু
|
রিয়াজ
ও শাকিল খান
|
|
মাটির
ফুল
|
ফুল
|
মতিন
রহমান
|
রিয়াজ
|
|
নসিমন
|
নসিমন
|
আলী
আজাদ
|
রিয়াজ
|
|
স্বপ্নের
বাসর
|
নদী
|
এফ
এই মানিক
|
রিয়াজ
ও শাকিব খান
|
|
২০০৪
|
স্বপ্নের
ভালবাসা
|
পারুল
|
জিল্লুর
রহমান
|
রিয়াজ
|
২০০৫
|
ভালবাসা
ভালবাসা
|
ছবি
|
মহাম্মদ
হান্নান
|
রিয়াজ
|
পারুল
|
সালাউদ্দিন লাভলু
|
রিয়াজ
|
||
২০০৬
|
দুই
নয়নের আলো
|
মোস্তাফিজুর
রহমান মানিক
|
ফেরদৌস
ও শাকিল খান
|
|
২০০৮
|
মেয়ে
সাক্ষী
|
মালেক
বিশ্বাস
|
রিয়াজ
|
|
২০০৯
|
তুমি
আমার স্বামী
|
তিথি
|
মনতাজুর
রহমান আকবর
|
রিয়াজ
|
মন
বসেনা পড়ার টেবিলে
|
নুপুর
|
আব্দুল
মান্নান
|
রিয়াজ
|
|
২০১০
|
চাদের
মত বউ
|
ঝর্না
|
মহাম্মদ
হোসেন
|
রিয়াজ
|
মন
ছুয়েছে মন
|
চন্দ্রা
|
মোস্তাফিজুর
রহমান মানিক
|
[রিয়াজ
|
|
বধু
তুমি কার
|
বি
আর চৌধুরী
|
রিয়াজ
|
||
ভালোবেসে
বউ আনবো
|
চন্দন
চৌধুরী
|
রিয়াজ
|
||
নুরজাহান
|
এটিএম
শামসুজ্জামান
|
রিয়াজ]
|
||
২০১১
|
শিরি
ফরহাদ
|
শিরি
|
গাজী
মাহবুব
|
রিয়াজ
|
২০১২ থ্রি ইডিয়ট
২০১৩ এমনতো প্রেম হয় মোস্তাফিজুর রহমান মানিকভালোবাসা সেন্টমার্টিনে শহীদুল ইসলাম খোকন
0 comments:
Post a Comment