Breaking News
Loading...
Sunday, December 23, 2012

শামসুদ্দীন কায়েসের জন্ম কুষ্টিয়ায় ১৯৪০ সালের ১৬ জানুয়ারি। ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স পড়ার সময় তিনি আসাদ পরিচালিত 'ঘূর্ণিঝড়' ছবিতে নায়ক হিসেবে কবরীর বিপরীতে অভিনয় করেন। তারও আগে পিতা মো. রমজান আলী শেখের কাছে অভিনয়ে হাতেখড়ি হয়। চলচ্চিত্রে আসার আগে টানা ১৫ বছর মঞ্চ নাটকে অভিনয় করেন। রাজশাহী বেতারে তিনি প্রথম অভিনয় করেন ১৯৬৩ সালে। বেতারের পর কলিম শরাফীর হাত ধরেই মূলত কায়েসের টিভি নাটকে অভিষেক। ঘূর্ণিঝড়ের পর নায়ক হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। ভাড়াটে বাড়ি, বাংলার চব্বিশ বছর, রক্ত শপথ, কুমারী মন, মন নিয়ে খেলাসহ আরো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। এসব ছবিতে তিনি সুজাতা, অলিভিয়া, কবিতার বিপরীতে অভিনয় করেন। এহতেশামের বন্দিনী ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রাভিনেতা হিসেবে তার যাত্রা শুরু হয়। ঝড়ের পাখি, জয় বাংলা, পাগলা রাজা, মৌ চোর, রাজ দুলারী জাদু নগর, রাই বিনোদিনী, রাজলক্ষ্মী শ্রীকান্ত, মহেশখালীর বাঁকে, বানজারান, সাহেব, লাল বেনারসী, রজনীগন্ধা, লড়াকুসহ তিন শতাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন।এর পর অভিনেতা রূপে শতাধিক চলচ্চিত্রে দক্ষ অভিনয়ের স্বাক্ষর রেখেছেন শিল্পী কায়েস।
৩ বছর ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। ঢাকার মধুবাগের বাসার ছোট্ট এক কামড়ায় বিছানায় শুয়েই কাটত তার দিন। অবশেষে ২২ ডিসেম্বর ২০১২ ইং তারিখে সকাল ১০টায় না ফেরার দেশে পাড়ি জোমান নায়ক কায়েস। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

0 comments:

Post a Comment