Friday, July 24, 2015

হালা-আল-র্তুক একজন অ্যারাবিয়ান গায়িকা। জন্ম ১৫ ই মে ২০০২ সালে বাহারাইনে।

হালা-আল- র্তুক ২০১১ সালে বিখ্যাত আরবী টিভি চ্যানেল (Middle East Broadcasting Center) MBC চ্যানেল একটি গানের প্রতিযোগিতায় Arabs' Got Talent অনুষ্টানে অংশ নেন। সেই প্রতিযোগিতায় সে ভাল অবস্থানে যেতে না পারলেও তার একটি গান আরব বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়ের ভাসিয়েছেন সুরের মুর্চনায়, গানটির প্রথম শিরোনাম -আই লাভ ইউ মামা। এর পরপরই জনপ্রিয় হয়ে ওঠে ক্ষুদে এই শিল্পী।

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.