Breaking News
Loading...
Friday, April 22, 2016

কাঙ্গাল হরিনাথ মজুমদারের জন্ম ১৮৩৩ সালে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায়, তত্কালীন ব্রিটিশ ভারতের নদীয়ার কুমারখালীতে। পিতা হরচন্দ্র মজুমদার। বাল্যকালে কৃষ্ণনাথ মজুমদারের ইংরেজি স্কুলে কিছুদিন অধ্যয়ন করেন। কিন্তু অর্থাভাবে প্রাতিষ্ঠানিক বিদ্যা শিক্ষায় বেশি দূর অগ্রসর হতে পারেননি। তবে সারা জীবন অবহেলিত গ্রামবাংলায় শিক্ষাবিস্তারের জন্য ও শোষণের বিরুদ্ধে সংবাদপত্রের মাধ্যমে আন্দোলন করেছেন তিনি। ছিলেন সাংবাদিক। প্রথমে সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন। হরিনাথ মজুমদার আধ্যাত্মিক গুরু ও মহান সাধক ফকির লালনের গানের একান্ত অনুরাগী ছিলেন। হরিনাথের মোট গ্রন্থ ১৮টি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো—বিজয় বসন্ত (১৮৫৯), চারু-চরিত্র (১৮৬৩), কবিতা কৌমুদী (১৮৬৬), বিজয়া (১৮৬৯), কবিকল্প (১৮৭০),  অক্রুর সংবাদ (১৮৭৩), সাবিত্রী নাটিকা, চিত্তচপলা, কাঙালের ব্রহ্মাণ্ডবেদ, মাতৃমহিমা (১৮৯৬) ও কাঙ্গাল-ফিকির চাঁদ ফকিরের গীতাবলী। ১৬ এপ্রিল, ১৮৯৬ সালে এই ক্ষণজন্মা লেখক, শিক্ষানুরাগী ও সংগীত ব্যক্তিত্ব পরলোকগমন করেন।

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.