Breaking News
Loading...
Tuesday, May 29, 2012

ডাক নাম : সম্রাট/ পাগলা
জন্ম তারিখ : ২৯ মে ১৯৫২
জন্ম স্থান : ঢাকার নারিন্দা
বাবা : এটিএম নুরুল ইসলাম [জুটবোর্ডের কর্মকর্তা]
মা : বেগম ফরিদা ইসলাম [গৃহিণী]
ভাইবোন : দুই ভাই দুই বোন
বেড়ে ওঠা : বাবার বদলীল চাকরি সুত্রে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মাদারীপুর ও অন্যান্যস্থান
পড়াশোনা : অর্থনীতিতে মাস্টার্স জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়
ঢাকা থিয়েটারে যোগ দেওয়া : ১৯৭৭ সাল
টিভিনাটকে অভিনয় শুরু : ১৯৭৯ সাল
চলচ্চিত্রে অভিনয় শুরু : ১৯৯১ সাল
মৃত্যু : ১৩ ফেব্র“য়ারি ২০১২
হুমায়ূন ফরীদি অভিনীত কিছু মঞ্চ নাটক: চরকাঁকড়ার ডকুমেন্টারি, সংবাদ কার্টুন, শকুন্তলা, ফণীমনসা, মুনতাসীর ফ্যান্টাসি, কীত্তনখোলা, কেরামতমঙ্গল প্রভৃতি|

হুমায়ূন ফরীদি অভিনীত কিছু টিভি নাটক: নিখোঁজ সংবাদ উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে নীলআকাশের সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, বকুলপুর কতদূর, সাত আসমানের সিঁড়ি, ভাঙনের শব্দ শুনি, একদিন হঠাৎ, চাঁনমিয়ার নেগেটিভ পজেটিভ, অযাত্রা, পাথর সময়, দুই ভাই, শীতের পাখি, সংশপ্তক, কোথাও কেউ নেই, সমুদ্রে গাঙচিল, তিনি একজন, চন্দ্রগ্রস্ত, কাছের মানুষ,,মোহনা, বিষকাঁটা, ভবের হাট, শৃঙ্খল প্রভৃতি|

হুমায়ূন ফরীদি অভিনীত কিছু চলচ্চিত্র: হুলিয়া, দহন, একাত্তরের যীশু, ভণ্ড, সন্ত্রাস, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামলছায়া, পালাবি কোথায়, মায়ের মর্যাদা, বিশ্বপ্রেমিক, মাতৃত্ব প্রভৃতি।

0 comments:

Post a Comment