১৯৭৩ সালের ১ আগস্ট জন্ম নেওয়া এই তরুণী সেই কয়েক জন সাহসী ব্যক্তিদের মধ্যে একজন যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় সফলতার সাথে উঠতে পেরেছিলেন। সময়টা ছিল ২০০১ সালের ২৩ মে, তার ৯ বছরের ক্যারিয়ারের বিশাল সাফল্য ছিল এটি। মূলত তিনি একজন স্প্যানিশ পর্বত আরোহী। নিজের ক্যারিয়ারটিকে গুছিয়ে নেন পাহাড়ের প্রতি ভালোবাসার টানে। সেই টানের কারণেই তিনি আজ বেশ নামকরা একজন পর্বতারোহীর খেতাবটি ছিনিয়ে নিয়েছেন। ২০১০ সাল, তিনি ২১তম মানুষ যিনি পৃথিবী থেকে প্রায় ৮ হাজার পিক উপরে উঠতে পেরেছিলেন। এখানেই শেষ নয়, তিনি প্রথম মহিলা যিনি এই দুঃসাধ্য কাজটি করতে সক্ষম হয়েছেন।
এডুরিন পাসাবান লিজারিবার
Info Post
১৯৭৩ সালের ১ আগস্ট জন্ম নেওয়া এই তরুণী সেই কয়েক জন সাহসী ব্যক্তিদের মধ্যে একজন যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় সফলতার সাথে উঠতে পেরেছিলেন। সময়টা ছিল ২০০১ সালের ২৩ মে, তার ৯ বছরের ক্যারিয়ারের বিশাল সাফল্য ছিল এটি। মূলত তিনি একজন স্প্যানিশ পর্বত আরোহী। নিজের ক্যারিয়ারটিকে গুছিয়ে নেন পাহাড়ের প্রতি ভালোবাসার টানে। সেই টানের কারণেই তিনি আজ বেশ নামকরা একজন পর্বতারোহীর খেতাবটি ছিনিয়ে নিয়েছেন। ২০১০ সাল, তিনি ২১তম মানুষ যিনি পৃথিবী থেকে প্রায় ৮ হাজার পিক উপরে উঠতে পেরেছিলেন। এখানেই শেষ নয়, তিনি প্রথম মহিলা যিনি এই দুঃসাধ্য কাজটি করতে সক্ষম হয়েছেন।
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.